পপির বিরুদ্ধে মামলা প্রত্যাহার

আলমগীর, বিনোদন : জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন চিত্র পরিচালক এমএ জসীম উদ্দিন।

বুধবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে তিনি মামলাটি উভয় পক্ষের মধ্যে আপস মীমাংসা হওয়ায় প্রত্যাহার করেন।

২০১৬ সালের ২২ ডিসেম্বর সীন-সিনারি প্রোডাকশনের মালিক জসিম উদ্দিনের পক্ষে তার জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া এ মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, ২০১৫ সালে ‘দি আমেরিকান ড্রিম’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি। দুই লাখ টাকা সম্মানী গ্রহণ করেন তিনি। কিন্তু পরিচালক ছবির শুটিংয়ের জন্য সময় চেয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও সময় দেননি তিনি। এমনকি নিজেও যোগাযোগ করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে উকিল নোটিস দেয়া হলেও তা দিতে অস্বীকৃতি জানান পপি।

মমতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ১৯৯৭ সালে ঢালিউডে আগমন ঘটে পপির। এ পর্যন্ত ‘মেঘের কোলে রোদ’ ‘কী যাদু করিলা’ ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।

Comments (০)
Add Comment