মন্ত্রিসভায় উঠছে অনলাইন নীতিমালার খসড়া

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : মন্ত্রিপরিষদের বৈঠকে সম্প্রচার আইন এবং অনলাইন নীতিমালার খসড়া শিগগিরই উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইতোমধ্যে এ সংক্রান্ত গঠিত কমিটি খসড়াটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা জানান।
ইনু বলেন, দ্রুতই সম্প্রচার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। মন্ত্রণালয় খসড়াটি যাচাই বাছাই করছে।
এ সময় তথ্যমন্ত্রী জঙ্গি দমনে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- তথ্যসচিব মরতুজা আহমদ ও প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী প্রমুখ।ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment