রেকর্ড গড়ে অধিনায়কত্ব ছাড়লেন কুক

খেলাধুলা ডেস্ক : জল্পনাটা চলছিল, এবার তাতে যবনিকা টানলেন তিনি নিজেই৷ ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন অ্যালিস্টার কুক৷ তার আগে অবশ্য একটি রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী এই ইংরেজ তারকা৷ ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৫৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি৷

২০১০ সালের মার্চে বাংলাদেশ সফর দিয়ে কুকের অধিনায়কত্ব শুরু। গত অক্টোবরে সেই বাংলাদেশের বিরুদ্ধেই ঢাকা টেস্টে ছুঁয়েছিলেন মাইক আর্থাটনের সর্বোচ্চ ৫৪ টেস্ট অধিনায়কত্ব করার রেকর্ড৷

তারপর ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের ৪-০ ব্যবধানে টেস্ট হারের পর থেকেই প্রশ্ন উঠেছিল কুকের অধিনায়কত্ব নিয়ে। তবে সমালোচকদের খুব একটা সুযোগ দেননি তিনি। রবিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রাভসকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেন।

সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন ছিল, সেটিও বললে তিনি৷ কুক বলেন, ‘সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব কঠিন কাজ। তবে জানি, আমার জন্য এটা সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্য এটাই উপযুক্ত সময়।’

কুকের নেতৃত্বে ইংল্যান্ড জিতেছে ২৪টি টেস্ট, হেরেছে ২২টি আর ড্র ১৩টি। নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন তিনি৷ এই ইংলিশ ওপেনার বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আশা করি, টেস্ট খেলাটা চালিয়ে যেতে পারব। দলের সাফল্যে অবদান রাখতে পারব। নতুন অধিনায়ক ও দলকে সহযোগিতা করব।’

Comments (০)
Add Comment