অবশেষে হাসলো আশরাফুলের ব্যাট

0 ১,২৪৭

খেলাধুলা ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে অবশেষে রানের দেখা পেল এক সময়ের জাতীয় দলের ব্যাটিং স্তম্ভ মোহাম্মদ আশরাফুলের ব্যাট। ২০১৬ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ফিরলেও গত এক বছরে ব্যাটে সাড়া পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত তার ব্যাট হাসলো। হাসলো কলাবাগান ক্রীড়া চক্রও।
সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে আশারাফুলের অপরাজিত ৮১ রানের ইনিংসটিতে ভর করেই লিগের দ্বিতীয় জয় পেয়েছে কলাবাগান।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান ৮৭ বলে ৮১ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬টি চার ও দুই ছক্কায়।
এদিন নবম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করে ২১৩ রান সংগ্রহ করে শেখ জামাল।
জবাবে ৯ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই লিজেন্ড ব্যাটসম্যান।
এর আগে এনসিএলের পর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে বাঁধেন আশরাফুল। কিন্তু টানা ব্যর্থতার পরিচয় দেয় তার ব্যাট। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে করেন ৬ রান। মোহামেডানের বিপক্ষে করেন ৪৬। পরের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শূন্যরানে আউট হন। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেন ৭ রান। আবাহনী লিমিটেডের বিপক্ষেও করেন ৭। আর ৬ মে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেন ১২ রান। ৭ ম্যাচে তার মোট রান ছিল ৮৮!
এর পরই ফর্মের তুঙ্গে থাকা এক সময়ের জাতীয় দলের ব্যাটসম্যান তুষার ইমরানের হাতে ওঠে সেনাপতির ওই আর্মব্যান্ড। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.