অমিতাভ বচ্চনের ৭৭তম জন্মবার্ষিকী আজ
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: আজ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের ৭৭তম জন্মদিন। ১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশে এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের এবারের জন্মদিনেও কোনো আয়োজন থাকছে না। পারিবারিকভাবে উদযাপিত হবে দিনটি।
১৯৬৯ সালে মাত্র বিশ বছর বয়সে রুপালি জগতে আত্মপ্রকাশ ঘটে অমিতাভ বচ্চনের। এর পর থেকে তাকে তার পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনোম।
ক্যারিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বারোটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বহু গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এই বরেণ্য অভিনেতা।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে–আনন্দ, পরওয়ানা, রেশমা ঔর শেরা, বাওয়াটি, বম্বের টু গোয়া, জঞ্জীর, অভিমান, নেমক-হারাম, কুঁজয়ারা বাপ, দোস্ত, রোটি কাপড়া অর মকান, মজবুত, চুপকে চুপকে, দিওয়ান, শক্তি, শান ইত্যাদি।