আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার চলচ্চিত্র ‘বচ্চন’

0 ২৯২
              বচ্চন এর পোস্টার

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: সাফটা নীতিমালায় দেশের হলগুলোতে আজ শুক্রবার (১১ অক্টোবর) থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে আলোর মুখর দেখছে কলকাতার চলচ্চিত্র ‘বচ্চন’।

রাজা চন্দ পরিচালিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ।

পশ্চিমবঙ্গে মুক্তির পাঁচ বছর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে বচ্চন। জেলা-উপজেলবিভাগীয় শহরগুলোতে মুক্তি পাবে ছবিটি।

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের এক ভক্তের গল্পে তৈরি সিনেমাটির চিত্রনাট্য। চরিত্রে অভিনয় করেছেন জিৎ। ছবিতে তার বিপরীতে আছেন ঐন্দ্রিলা রায়।

২০১১ সালে মুক্তি পাওয়া কন্নড় মুভি বিষ্ণুবর্ধনের রিমেক ‘বচ্চন’ পরিচালনা করেছেন রাজা চন্দ।

সাফটা চুক্তিতে ছবিটি দেশে এনেছে ইন উইন এন্টারপ্রাইজ।

ছবি সঙ্কটে খানিক হলেও বচ্চন দর্শক পাবে বলে আশা ইফতেখার উদ্দিন নওশাদের। তিনি জানান, মুক্তির আগেই প্রত্যাশার চেয়েও মিলেছে ভালো সাড়া।

গেলো কয়েক বছরে সাফটা চুক্তিতে যে ছবিগুলোই আমদানি করা হয়েছে তার প্রায় সবগুলোই প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছে। অবশ্য এ জন্য নীতিমালার জটিলতাকেই দায়ী করলেন ইফতেখার উদ্দিন নওশাদ।

৪ কোটি ৩০ লাখ রুপিতে তৈরি ‘বচ্চন’র বিপরীতে কলকাতায় গেছে এক কোটি টাকার বাংলাদেশর চলচ্চিত্র ‘পলকে পলকে তোমাকে চাই’।

Leave A Reply

Your email address will not be published.