এদেশে রাজাকারদের মন্ত্রী বানিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল- এমপি দারা

0 ১,১৪২

 mail.google.comবিএনপি-জামায়াত রাজাকারদের মন্ত্রী বানিয়ে  মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল। মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর, আল শামসসহ এদেশের দোসররা মিলে বাংলার নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এদেশের দামাল ছেলেরা এসব দোসরদের বিরুদ্ধে রুখে দিয়েছিলো। যারা রাজাকারদের পৃষ্ঠপোষকতা করেন, তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন না। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে হলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। আমার পিতা আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল আওয়ালের সন্তান হিসেবে আমার দায়বদ্ধতা রয়েছে। আমি সবসময়  চিন্তা করি আমার নির্বাচনী এলাকা পুঠিয়া দুর্গাপুরের জনগণের ভাগ্যের উন্নয়ন। এলাকার জনগণের খেদমত করাই আমার রাজনীতি করার মুল লক্ষ্য ও উদ্দেশ্যে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের স্মরণসভায় সুখানদিঘী মাদ্রাসা মাঠে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী মন্ডলের সভাপতিত্বে দাওকান্দি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক আব্দুল মতিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মেয়র তোফাজ্জল হোসেন, দাওকান্দি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, দুর্গাপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাহার আলী।
১.ক্যাপশনঃ গতকাল দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের স্মরণসভায় বক্তব্য  রাখেন এমপি আব্দুল ওয়াদুদ দারা । প্রেস বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.