এবার থিম সং এর মডেল পিয়া বিপাশা
বিনোদন ডেস্ক : সময়ের অন্যতম আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা এবার মডেল হলেন বিপিএল এর অন্যতম দল ঢাকা ডায়নামাইটসের থিম সং এর। ”জিতবে ঢাকা দেখবে দেশ” এমন শিরোনামের থিম সং এর মিউজিক ভিডিওতে পিয়া বিপাশার সাথে দেখা যাবে সাকিব আল হাসান, মোসাদ্দেক, শ্রীলঙ্কান ক্রিকেটার কুমারা সাঙ্গাকারাসহ ঢাকা ডায়নামাইটসের আরও কয়েকজন খেলোয়াড়কে। তানিম রহমান অংশুর পরিচালনায় গতকাল (৭ নভেম্বর) থেকে মিউজিক ভিডিওটির শুটিং শুরু হয়ে আজ তা শেষ হয়েছে। থিম সংটির সুর-সংগীত পরিচালনা করেছেন প্রিতম হাসান। গেয়েছেন প্রিতম নিজেই। থিম সংটির নির্মাতা সূত্রে জানা গেছে আসছে ১০ নভেম্বর,শুক্রবার বিভিন্ন টেলিভিশন, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাবে এটি।