এলাকাবাসীর গণস্বাক্ষরিত অভিযোগে একাধিক মামলার আসামী হালিম শিকারী আটক

0 ১৬৬

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গড়ইখালীর শান্তা বাজার থেকে একাধিক মামলার আসামী হালিম শিকারীকে আটক করা হয়েছে। সে হোগলার চক গ্রামের আকবর শিকারীর ছেলে। বাইনবাড়ীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনির উদ্দীন জানান,রবিবার সকালে ক্যাম্প পুলিশের সহয়তায় এসআই অভিজিত বিশ্বাস শান্তা বাজার থেকে হালিমকে আটক করেন।

 

গত কয়েকদিন পুর্বে গড়ইখালী এলাকার বিক্ষুব্দ মানুষ হালিম শিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলে ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

 

এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, আটক হালিম শিকারীকে আদালতে প্রেরন করা হয়েছে এবং, তার বিরুদ্ধে চাঁদাবাজি,অস্ত্র,ডাকাতির প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.