করোনায় মৃত্যু অর্ধশত ছুঁয়েছে, একদিনে রেকর্ড আক্রান্ত ২১৯: স্বাস্থ্যমন্ত্রী
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক ২১৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১২৩১ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। মোট সুস্থ এখন ৪৯ জন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে ১ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৯ জনের শরীরে করোনার ভাইরাস সনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন।’
তিনি বলেন, ‘নতুন করে তিনটি প্রতিষ্ঠানকে আমরা করোনা রোগীদের জন্য সুসজ্জিত করছি। বসুন্ধরা কনভেনশন সেন্টার ২ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩শ বেডে ও উত্তরা দিয়াবাড়ী চারটি বহুতল ভবনকে আমরা ১২শ বেডে উন্নীত করছি।’ব্রেকিংনিউজ
এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আরও বেশ কয়েকটি হাসপাতালকে করোনার চিকিৎসার জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় যে ৪ জন মারা গেছেন তাদের মধ্যে সত্তরোর্ধ বয়সী ২ জন, ৫০ বছর বয়সী একজন এবং অপরজন ৩৫ থেকে ৪০ বছর বয়সী। ৩৫ থেকে ৪০ বছর বয়সী যিনি মারা গেছেন তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই চারজনের মধ্যে পুরুষ ৩ জন এবং মহিলা একজন।’
বাংলাদেশে গত ৮ মার্চ করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের দিনগুলোর তুলনায় গত ৭-৮ দিনে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২৩১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের। আক্রান্তদের মধ্যে থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৯ জন।