গোদাগাড়ীর মাদক সম্রাট মোক্তাসিন হেরোইন- ইয়াবাসহ আটক

0 ৬১৪

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মাদক সম্রাট মোঃ মোক্তাসিন (৪৫) কে ৮৫০ গ্রাম হেরোইন ও ৪৯ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব- ৫। ১৭ ডিসেম্বর রাত সোয়া ২ টার সময় তার বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে মহিশালবাড়ী গ্রামের মৃত: এমাজ উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ এর অপারেশন অধিনায়ক এএসপি এটিএম মুহাহিদুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মাদক মামলা করে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান। এলাকাবাসী জানান, মোক্তাসিন দীর্ঘদিন হতেই মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তিনি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্সোর কাজ, জুয়ার বোর্ড পরিচালনাসহ নানান অনৈতিক কাজ করে আসছিলো। সে একটি রাজনৈতিক দলের পদে থাকায় এলাকায় দাপটের সাথে চলাফেরা করতো বলে জানাযায়।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com