গোপালগঞ্জে প্রতিবন্ধি শিশুর মৃতদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে জুবায়ের (১০) নামে এক প্রতিবন্ধি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি বিল থেকে ওই তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু জুবায়ের গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার আবুল বাশারের ছেলে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী নুর হোসেন জানান, গত মঙ্গলবার জুবায়ের বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ওই শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসি আরো বলেন, শিশুটি মানসিক প্রতিবন্ধি ছিলো। ধারণা করা হচ্ছে, বিল থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।