চাঁপাইনাববগঞ্জ প্রতিনিধি: সারা দেশের মতো তীব্র খরা ও তাপদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। তাই বৃষ্টির জন্য হাহাকার চলছে জেলাজুড়ে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে ইস্তেসকার নামাজ আদায় করেছেন নানা বয়সের মুসল্লীরা।
বুধবার সকাল ১০ টায় স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনা মসজিদ প্রঙ্গনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে গরম থেকে মুক্তি ও ফসল রক্ষার জন্য বৃষ্টি চেয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
নামাজে হাফিজিয়া মাদরাসার ছাত্র, শিক্ষকসহ শাহবাজপুর এলাকার ধর্মপ্রাণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন মাওলানা হুমায়ন কবির।