আবু ছাইদ, ডোমার-নীলফামারী : স্বাাধীনতা সংগ্রামের ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ৫ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিকে পাক হানাদার বাহিনী মুক্ত করেছিল।প্রতিরোধ যুদ্ধে টিকতে না পেরে পাকিস্তানী ও তার দোসর বাহিনীরা পিছু হটতে বাধ্য হয়।সেই দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য এবং মহান মুক্তিযুদ্ধে চিলাহাটীর অবদানকে প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টায় সোমবার (৫ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা। সকালে মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয় হতে বর্নাঢ্য র্যালী বের করা হয়।র্যালিতে অংশ গ্রহণ করেন, ভোগডাবুড়ী ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সর্বস্থরের মানুষ । র্যালীটি চিলাহাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিলাহাটী সরকারী কলেজ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার আহবায়ক ও ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক এর সভাপতিত্বে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন কমান্ডের সদস্য সহিদুল হোসেন লিটন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা কমান্ডের কমান্ডার মোঃ নুরন্নবী।বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সরকার ফারহানা আক্তার সুমি,বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী,ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শরিফুল হক প্রামানিক,মোঃ আবুল কালাম আজাদ,ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল,সদস্য তারিক আকরাম তপন প্রমূখ।পরে চিলাহাটী মুক্তকরনের অগ্র সৈনিক,বীরঙ্গনা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু ,সার্বিক তত্তাবধানে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সদস্য সচিব শাহাদাৎ হোসেন।