জন্মদিনে ঢাকের তালে কেক কাটলেন শাকিব

0 ৬৬৫

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ৪২তম জন্মদিন আজ রবিবার। তবে কাজের মধ্যেই কাটবে তার এবারের জন্মদিন। বর্তমানে পাবনায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত শাকিব। তবে ব্যস্ত থাকলেও শনিবার রাত ১২টার পর শুটিং স্পটেই জমকালো আয়োজনে তার জন্মদিন পালন করা হয়েছে।

 

পাবনার একটি বিলাসবহুল রিসোর্টে শাকিবের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন ‘অন্তরাত্মা’র সিনেমার প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন। সেখানে তাকে জন্মদিনে চমকে দিতে আনা হয় দুটি হাতি। হাতি দুইটি শাকিবের মাথায় শুঁড় বুলিয়ে দেয়। এছাড়া ঢাকের তালে কাটা হয়েছে কেক ও উড়ানো হয়েছে ফানুস।

 

জন্মদিনের পুরো অনুষ্ঠানের ভিডিও ধারণ করে প্রকাশ করা হয়েছে শাকিব খানের নিজস্ব ইউটিউবে চ্যানেলে।

 

এদিন রাতে শুটিং ইউনিটের সঙ্গে জন্মদিনের কেক কাটেন শাকিব খান। প্রযোজক সোহানী হোসেনের এমন আয়োজনে শাকিব খান চমকে যান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে জন্ম নেন শাকিব খান। এই অভিনেতার আসল নাম মাসুদ রানা। তার বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী। বাবার চাকরির সূত্রেই শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে।

 

 

Leave A Reply

Your email address will not be published.