টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

0 ২১৪

মেক্সিকো সীমান্তের কাছে টেক্সাস অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

কর্তৃপক্ষ ধারণা করছে মর্মান্তিক এ দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রাকে করে প্রায় ৩০ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে পরিবহন করা হচ্ছিল। বুধবার মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানায়। খবর এএফপির।

টেক্সাস নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকো সীমান্তের মাত্র কয়েক মাইল দূরে ফলফুরিয়াসের কাছে ভয়াবহ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় নিউজ চ্যানেল ভ্যালি সেন্ট্রালের খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সাদা রঙের একটি ট্রাক একটি খুঁটির সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ১০ জন নিহত হন।

উল্লেখ, পাচারকারীরা সীমান্ত থেকে অভিবাসনপ্রত্যাশীদের পরিবহনে প্রায় ক্ষেত্রেই অতিরিক্ত যাত্রীবোঝাই বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকে।

Leave A Reply

Your email address will not be published.