ট্রাফিক আইন মেনে চলতে ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আলমের বাণী

0 ৪৫২
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: দিনাজপুর জেলায় অনেক দিন চাকরি করার সুবাদে আপনাদের সাথে মধুর সম্পর্ক গড়ে উঠেছে। জানি দিনাজপুরের মানুষ বেশ ভদ্র, স্মার্ট এবং সৌখিন । আপনাদের অনেকেরই মোটরসাইকেল রয়েছে । আপনাদের প্রতি আমার অনুরোধ, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন। 
শফিউল আলম, ট্রাফিক ইন্সপেক্টর,দিনাজপুর জেলা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন আমরা দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ, সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করছি।
দিনাজপুর শহরে হেলমেট না পরা মোটরবাইকার খুবই কমই দেখা যাচ্ছে। যারা হেলমেট পরছেন না, তাদের প্রতি অনুরোধ রইলো, দয়া করে হেলমেট ছাড়া শহরের রাস্তায় বেরুবেন না। জানি ১০ হাজার টাকা জরিমানা দিতে গেলে আমাদের সাথে আপনাদের সম্পর্কটা তেমন ভালো থাকবে না।
 আপনাদের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি। আপনাদের নিরাপত্তার কথা আমরা ভাবি। আপনারা বলুন, ট্রাফিক আইন অমান্য করবো না, জরিমানা দিবো না। আসুন সবাই ট্রাফিক আইন মেনে চলি।

Leave A Reply

Your email address will not be published.