
শফিউল আলম, ট্রাফিক ইন্সপেক্টর,দিনাজপুর জেলা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এসব কথা বলেন।

দিনাজপুর শহরে হেলমেট না পরা মোটরবাইকার খুবই কমই দেখা যাচ্ছে। যারা হেলমেট পরছেন না, তাদের প্রতি অনুরোধ রইলো, দয়া করে হেলমেট ছাড়া শহরের রাস্তায় বেরুবেন না। জানি ১০ হাজার টাকা জরিমানা দিতে গেলে আমাদের সাথে আপনাদের সম্পর্কটা তেমন ভালো থাকবে না।
আপনাদের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি। আপনাদের নিরাপত্তার কথা আমরা ভাবি। আপনারা বলুন, ট্রাফিক আইন অমান্য করবো না, জরিমানা দিবো না। আসুন সবাই ট্রাফিক আইন মেনে চলি।