ডিসেম্বরে দীর্ঘদিনের বয়ফ্রেন্ডকে বিয়ে করছেন জুন মালিয়া

0 ৪৪৫

বিনোদন ডেস্ক: টলিপাড়ায় আবার বিয়ের সানাই। কিছুদিন আগেই নুসরতের বিয়ে ছিল শিরোনামে। বিদেশে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে কলকাতায় এসে রিসেপশন পার্টি দেন অভিনেত্রী। তবে এবারের নামটা আরও সারপ্রাইজিং। বিয়ে করছেন জুন মালিয়া।

দীর্ঘদিন ধরেই সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে জুনের। তাঁকেই এবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনোদিনই খুব বেশি কিছু জানা যায় না, সোশ্যাল মিডিয়াতেও তিনি থাকেন না। শুধু জানা যায় অনেক বছর আগেই তাঁর প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। তাঁর দুই সন্তানও রয়েছে।

সিঙ্গল মাদার হিসেবে দুই সন্তানকে এত বছর ধরে বড় করেছেন জুন মালিয়া। ছেলে শিবেন্দ্র ও মেয়ে শিবাঙ্গী। তারা দু’জনেই এখন বড় হয়েছে। তাই হয়ত বিয়ের ফুরসত পেয়েছেন জুন।

১৪ বছর ধরে সম্পর্কে রয়েচেন জুন ও সৌরভ। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছেন দু’জনে। ১ ডিসেম্বর জুনের বিয়ের দিন ঠিক হয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র কাছের বন্ধুরাই জেনেছেন তাঁর বিয়ের কথা। কলকাতাতেই হবে বিয়ে। রেজিস্ট্রি ম্যারেজের পর রিসেপশন পার্টি দেবেন দু’জনে। টাইমস অফ ইন্ডিয়াকে জুন মালিয়া জানিয়েছেন, বিয়ের খবরটা সত্যি। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানাতে চান না তিন।

পুজোর আগেই মিতিন মাসি ও সোয়েটার- দুটি ছবিতে কাজ করেছেন জুন। তাঁর হাতে রয়েছে আরও অনেকগুলো কাজ।

Leave A Reply

Your email address will not be published.