মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুর কেবিএম কলেজের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলী অর্পন, দোয়া মাহফিল, কবিতা-আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দিনাজপুর কেবিএম কলেজের অধ্যক্ষ জনাব জিয়াউল হুদার সভাপতিত্বে সকাল ৬.১৫ মিনিটে কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.৩০ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, সকাল ৯.৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে কলেজের শরীরচর্চা শিক্ষক জনাব জাহেদী পারভেজ অপূর্ব এর সঙ্চালনায় কবিতা-আবৃত্তি প্রতিযোগিতা,আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব জিয়াউল হুদা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা,সহকারী অধ্যাপক গোলজার রহমান, মুহাম্মদ হাসানুজ্জামান, আব্দুস সবুর, প্রভাষক শামিম আল ওয়াদুদ, মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম, রাশেদ হোসেন। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক কৃষিবীদ আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
কবিতা-আবৃত্তি প্রতিযোগিতা পরিচালনা করেন উপাধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা।
কবিতা-আবৃত্তি প্রতিযোগীতায় ১ম স্হান অধিকার করেন – শামিমা ইসলাম, ৪র্থ বর্ষ, ব্যবস্হাপনা বিভাগ, ২য় স্হান অধিকার করেন – মুনিরা খাতুন। ১ম বর্ষ, ডিগ্রী পাস কোর্স, ৩য় স্হান অধিকারী – মোছা: তসলিমা খাতুন ১ম বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ।
সন্ধ্যায় কেবিএম কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা প্রদর্শন এবং আতশবাজি ফোটানো হয়।