দুর্গাপুরে ছয় ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

২০১

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণ ভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় প্রার্থী চুড়ান্ত করা হয়।

দুর্গাপুর উপজেলায় ছয়টি ইউনিয়ন (ইউপি) নির্বাচন এবার দুই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যানরা আবারও দলটির মনোনয়ন পেয়েছেন। বাকি চারটিতে এসেছে নতুন মুখ। উপজেলার ছয় ইউনিয়নে নৌকার প্রার্থীরা হলেন- কিসমত গনকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ, নওপাড়া ইউনিয়নে সাইফুল ইসলাম, পানানগর ইউনিয়নে আজাহার আলী, দেলুয়াবাড়ী ইউনিয়নে আহসান হাবিব, ঝালুকা ইউনিয়নে মো. আকতার আলী, জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান।

Comments are closed.