দেশে মৃত্যু ছাড়াল শতাধিক, নতুন রেকর্ড আক্রান্ত ৪৯২
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: থামছে দেশে করোনা ভাইরাসের তাণ্ডব। মরণঘাতি এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়ালো।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক ৪৯২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২৯৪৮ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ এখন ৭৫ জন।
সোমবার (২০ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিং এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।ব্রেকিংনিউজ
নাসিমা সুলতানা বলেন, ‘গতকালের তুলনায় আজ শনাক্ত অনেক বেশি। মৃত্যু ১০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করেছি ২ হাজার ৭৭৯টি নমুনা, মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী দুজন। ঢাকার মধ্যে ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন। গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এটা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।’