ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযান ও বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দিবস দুটি উপলক্ষ্যে আলাদা ব্যনারে পৃথক দুটি র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়রম্যান মো. আজাহার আলী। এ সময় দিবসটি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, কৃষি কর্মকর্তা মো.সেলিম রেজা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আসাদুজ্জামান, ওসি জাকিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। পরে সম্পদ ও ফসল রক্ষায় ইদুর নিধনে উদ্বুদ্ধ করতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ৫টি ইদুর মারেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.