ধামইরহাটে ফসলের আন্তঃপরিচর্যার লক্ষে শতাধিক কৃষকের মাঝে অর্থ বিতরণ

0 ৪৯৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৪টি প্রকল্পের প্রদর্শনীভুক্ত কৃষকের মাঝে ফসলের আন্তঃপরিচর্যা বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ০৬ জানুয়ারী দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি অফিসার সেলিম রেজা সভাপতিত্বে ১০১ জন কৃষকের মাঝে ৯৬ হাজার টাকার অর্থ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাটবীজ, উন্নত মানের ডাল, তৈল ও মসলা বীজ উৎপাদন ও সংরক্ষন, লেবু জাতীয় ফসলের সম্প্রসারন এবং পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমি নিরাপদ ফসল উৎপাদনসহ ৪টি প্রকল্পের উপকারীভোগীদের অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহারআলী, ইউএনও গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.