ধূমপান করেন?

0 ১,৭৬৩

স্বাস্থ্য ডেস্ক : দিনে অনেকবার ধূমপান করেন? প্যাকেটের পর প্যাকেট জমে পাহাড় হচ্ছে ধীরে ধীরে? জোর করে ছাড়তে চাইছেন এই অভ্যেস৷ আর তাই দিনে একটা সিগারেটেই মন দিয়েছেন?

তাহলে জানিয়ে রাখি, এইসব করে কিন্তু বিশেষ ইতিবাচক ফল পাবেন না৷ কারণ এক রিসার্চ থেকে জানা গিয়েছে, বেশি ধূমপান করলে মৃত্যুর সম্ভাবনা যেখানে ৮৭শতাংশ, একটা সিগারেটে সেখানে মৃত্যুর সম্ভাবনা ৬৪শতাংশ৷

প্রসঙ্গত, ধূমপানে শ্বাস-প্রশ্বাসজনিত নানা অসুবিধা, ফুসফুসে সমস্যা, হৃদরোগ, বহু সমস্যাই দেখা দিতে পারে৷ তাই যাঁরা মনে করছেন, দিনে একটা সিগারেটে রাশ টানবেন, তাঁরা যে বিপদ থেকে মুক্ত হয়ে গেলেন, এরকম একেবারেই মনে করবেন না৷

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com