নতুন আইজিআর হলেন শহীদুল আলম
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক (আইজিআর) পদে যোগ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৬ এর বিশেষ জজ (জেলা জজ) মোহাম্মদ শহীদুল আলম ঝিনুক।
রবিবার (২৬ জানুয়ারি) এ অধিদফতরের মহাপরিদর্শক পদে যোগ দেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ থেকে শহীদুল আলম ঝিনুকের বর্তমান পদ থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
শহীদুল আলম ঝিনুক দশম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে বিচার ক্যাডারে যোগ দেন। তিনি ২০১৫ সালে জেলা জজ পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং ঢাকায় স্পেশাল জজ হিসেবে দায়িত্ব পালন করার সময় ওই বছরের মে মাসে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিষ্ট্রার পদে নিয়োগ পান।
পরে সুনামগঞ্জ ও মানিকগঞ্জে জেলা ও দায়রা জজ পদেও দায়িত্ব পালন করেন তিনি।