নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

0 ২২২
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলায়  নিমরাজ নামে সাত বছরের এক শিশু নদীতে ডুবে মারা গেছে বলে জান গেছে।  ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ভুমপাড়া গ্রামে। নিমরাজ হলো ভুমরাজ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
নিমরাজের পারিবারিক ও এলাকাবাসির সূত্রে জানা গেছে ৪জুন মঙ্গলবার বিকালে নিমরাজ( ৭) পার্শবতী ভুমরাজ বাজারে সেভেন আপ কিনে বাড়ি ফিরার সময় ভুমরাজ ব্রীজের রেলিং দিয়ে হেঁটে বাড়ি ফিরার সময় পা ফসকে নদীতে পড়ে যায়। এদিকে নিমরাজের বাড়ি ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে ব্রীজের পাশে থাকা লোকজনের মাধ্যমে জানতে পারে যে কিছুক্ষন আগে শব্দ হয়েছিল।
এ সূত্র ধরেই ব্রীজ এলাকায় সেভেন আপের বোতল দেখতে পেয়ে শিবগঞ্জ ফাযার সার্ভিসকে খবর দেয়। তাদের মাধ্যমে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মনিরুলের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। শিবগঞ্জ ফাযার সার্ভিসের ফায়ার ম্যান ঘটনাটি নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.