নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গৃহহীনদের ৪র্থ পর্যায়ে গৃহ হন্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি এ প্রেস ব্রিফিং করেন।
প্রেস বিফিং-এ ইউএনও জানান, নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১ম থেকে ৩য় ধাপে ২০৬টি পর্যায় ক্রমে টি গৃহনির্মাণ করে গৃহহীন পরিবারকে পূণঃবাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ৭৭টি ঘর আগামীকাল বুধবার প্রধান মন্ত্রী উদ্বোধনের পর স্থানীয় উপকার ভোগীকে হস্তান্তর করা হবে।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান ভবিষ্যতে এ উপজেলায় গৃহহীন পাওয়া গেলে তা আলোচনা সাপেক্ষ্যে পূণবাসনের ব্যবস্থা নেওয়া হবে।
পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও গৃহহীনদেরকে গৃহ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।