পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

0 ৪৫৫

জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চাঁনপাড়া-শিরট্রি সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত হয়েছেন। নিহতের নাম আমিনুল ইসলাম ক্যাসেট। তিনি উপজেলার পেয়ারা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।

শুক্রবার ভোরে উপজেলার চাঁনপাড়া-শিরট্রি সড়কের পাশে এ ঘটনা ঘটে। তবে ক্যাসেট তার নিজ দলের সদস্যের ছোড়া গুলিতে নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, গভীর রাতে ক্যাসেটসহ ১০-১২ জন দেনদরবার করছিলেন। এসময় ওই এলাকায় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশের ওপর এলোপাথাড়িভাবে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে অন্যান্যরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ক্যাসেট নামে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত আমিনুল বিভিন্ন সময় মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেন। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলি, একটি রিভলভার, দেশীয় অস্ত্রসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.