পাবনায় হাজতির মৃত্যু

0 ২৩২
পাবনা প্রতিনিধি: পাবনা জেলা কারাগারে ডাকাতি মামলার এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত জিয়াউল রহমান জিয়া (৩৫) আতাইকুল থানার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার মৃত কায়েম আলীর ছেলে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে জিয়াউর অসুস্থ হয়ে পরলে পাবনা জেনারেল  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাবনা কেন্দ্রীয় কারাগারের জেলার আনোয়ার হোসেন জানান, জিয়াউর রহমান শুক্রবার রাতে  হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
পাবনা সদর থানা সূত্র জানায়, গত মাসের ২১ ফেব্রুয়ারি পুলিশ ডাকাতি মামলায় জিয়াউর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে জিয়াউর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার আনোয়ার হোসেন।

Leave A Reply

Your email address will not be published.