পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : গণভবন হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এ দেশ হতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিহতকরণ এবং ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে সাম্প্রদায়িকতা প্রতিরোধ তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময় রাজশাহীর পুঠিয়ায় উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স উপভোগ করলো এলাকাবাসী।
রাজমাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান এর সঞ্চলনায় শনিবার বিকাল সোয়া ৩ থেকে পৌনে ৫ টা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী বিভাগ, জেলা ও বিভিন্ন উপজেলার সাথে ভিডিও কনফারেন্সিং করবেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এ প্রদত্ত ভাষণ সাধারণ জনগনের নিকট পৌছে দিতে উপজেলা প্রশাসন, পুঠিয়া অত্র উপজেলার ১৩টি স্থানে বৃহৎ ভাবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, মহিলা ভাইচ চেয়ারম্যান মতিয়া হক, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা শরীফ কাজী, মনিরুল ইসলাম সহ বিভিন্ন প্রান্ত থাকে রাজনৈতিক, সাংস্কৃতিক ধর্মীয়, শিক্ষক, শিক্ষার্থী, সুশিল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং শেষে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।