পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কেজি থেকে পঞ্চম শ্রেণি’র শিক্ষাথীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার রাজশাহী জেলার পুঠিয়া পি.এন সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার অক্সফোর্ড চাইল্ড একাডেমী, মাস্টারম্যান ইন্টাঃ স্কুল ও কলেজ, পাওয়ার ক্যাডেট মডেল স্কুল ও কলেজ, বর্ণমালা কিন্ডার গার্টেন, কাজিম মাস্টার কিন্ডার গার্টেন, বানেশ্বর চাাইল্ড কেয়ার একাডেমী, পঁচামাড়িয়া কিন্ডার গার্টেন, রেনেসা স্কুল, নতুন কুঁড়ি, দি টাইম একাডেমী, মাহেন্দ্র কিন্ডার গার্টেন, ধোপাপাড়া ইন্টাঃ স্কুল ও ধোপাপাড়া গ্রীন মডেল স্কুলের মোট ৩৭৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
এসোসিয়েশনের আহবায়ক নাজমুল ইসলাম জানান, নতুন বছরের ১৬ জানুয়ারী এই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এর ধারাবাহিকতায় প্রতি বছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে জানান।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.