পুঠিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আবু সালেক (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহতের ঘটনা ঘটেছে। নিহত আবু সালেক বাগমারা তাহেরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এবং আহত দিপু নওগা মান্দা এলাকার ফেরদৌস আলীর ছেলে। তারা দুজনে মোটরসাইকেল আরোহী বলে জানাযায়।
রবিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর পোল্লাপুকুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সে সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত দিপুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এবং আবু সালেক ঘটনা স্থলেই মারা যায়।
পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, ঢাকা রাজশাহী মহাসড়কে অজ্ঞাত গাড়ী দ্রুতগতিতে যাওয়ার সময় উপজেলার বানেশ্বর এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনা স্থলেই আবু সালেক মারা যান। এবং গুরুতর আহত দিপুকে রামেক হাসপাতালে পাঠানো হয়।