বঙ্গবন্ধুর খু‌নিদের অচিরেই দেশে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

0 ৪০৭

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর খু‌নি ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে চিহ্নিত করা হ‌য়ে‌ছে। তা‌দের‌কে দে‌শে ফেরত আনার চেষ্টা করা হ‌চ্ছে। যত দ্রুত সম্ভব হয়, এই  দুই ফাঁ‌সির আসা‌মি‌কে দে‌শে ফিরিয়ে আনা হ‌বে।’

র‌বিবার (২২ ডি‌সেম্বর) জাতীয় প্রেসক্লা‌বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক সমাবেশে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নবম সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় নেতৃদ্বয়কে অভিনন্দন জানিয়ে তি‌নি এ কথা ব‌লেন।

আব্দুল মোমেন বলেন, ‘১৯৮১ সালে শেখ হাসিনা যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন আওয়ামী লীগ অগোছালো অবস্থায় ছিল। তিনি দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। বর্তমানে শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক, শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ আজ ধন্য।’ ‌ব্রেকিংনিউজ

সদ্য বা‌তিল রাজাকা‌রের তা‌লিকার কথা উল্লেখ ক‌রে তিনি বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সংসদ রাজাকারের তালিকা তৈরিতে সম্পৃক্ত থাকলে সঠিক তালিকা তৈরি করতে সহায়ক হবে।’

এজন্য মুক্তিযোদ্ধা সংসদকে এ কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠা‌নের আরও উপ‌স্থিত ছি‌লেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, যুগ্ম মহাসচিব আলহাজ্ব শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা কে, এম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান-এর কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন ও ঢাকা মহানগরের সভাপতি নুরুজ্জামান ভূট্টু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.