অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : সারাদেশে প্রতিমা ভাংচুর, মন্দির ধ্বংস, বাড়ী ঘরে আগুন ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রবিবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর ‘সারাদেশে প্রতিমা ভাংচুর, মন্দির ধ্বংস, বাড়ী ঘরে আগুন ও লুটপাটের প্রতিবাদে’ সম্মলিত সাংস্কৃতিক জোট ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের পুঠিয়া শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জোটের আহবায়ক আয়ুব আলী। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল, সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, চলচিত্র পরিচালক ওয়াজেদ আলী বাবলু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সহ-সভাপতি রনজিৎ কবিরাজ, সাধারণ সম্পাদক অম্বর সরকার, পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, দুর্গাপুর শাখার সভাপতি বিনয় সরকার। এতে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের পুঠিয়া শাখার সভাপতি অমল ঘোষ, পুঠিয়া শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সমীর কুমার দাস।
বক্তারা নাসির নগর ও গোবিন্দগঞ্জে মন্দির প্রতিমা ভাংচুর, মন্দির ধ্বংস, বাড়ী ঘরে আগুন ও লুটপাটের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে প্রকৃত দোষী ব্যাক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।