প্রথমবারের মতন জুটি বাঁধলেন শাওন গানওয়ালা ও আতিয়া আনিসা
বিনোদন ডেস্ক: “ইচ্ছে পূরণ” গানের মাধ্যমে প্রথমবারের মতন জুটি বাঁধলেন শাওন গানওয়ালা ও আতিয়া আনিসা। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ৫ই মার্চ বিকেল ৫ টায় গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে আসিফ ইকবালের কথায়, সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে আপনাদের সকলের পছন্দের কণ্ঠশিল্পী “শাওন গানওয়ালা” ও আতিয়া আনিসা”র গাওয়া অসম্ভব সুন্দর একটি গান “ইচ্ছে পূরণ”. ভালোবাসা দিবসে আরটিভি’র পর্দায় প্রচারিত হয়েছিল Fresh Soyabean Oil নিবেদিত ভালোবাসার FRESH গল্প “বুঝ বালিকা অবুঝ বালক” নাটকটি। Manoj Pramanik ও Tajzi Hossain কে সাথে নিয়ে ভিডিও-টি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান এবং প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।