প্রথমবারের মতো চলচ্চিত্রে শানু

0 ৬৫০

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন আলোচিত অভিনেত্রী লাক্স তারকা শানারেই দেবী শানু। শানু অভিনীত এই প্রথম চলচ্চিত্রটির নাম ”মিস্টার বাংলাদেশ”। চলচ্চিত্রটি পরিচালনা করছেন আবু আকতার উল ইমান। চলচ্চিত্রটিতে শানুর বিপরীতে দেখা যাবে আরেক আলোচিত নির্মাতা খিজির হায়াৎ খানকে। এ প্রসঙ্গে শানু বললেন,”অভিনয় জীবনের শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু নানা কারণে চলচ্চিত্রে অভিনয় করা হয়ে উঠেনি। তবে এবার এই চলচ্চিত্রটির কাহিনী আমার কাছে বেশ ভালো লেগে যাওয়ায় কাজটি করছি। চলচ্চিত্রটিতে আমাকে একজন গৃহবধূর চরিত্রে দেখা যাবে। আশা করছি আমার অভিনীত প্রথম চলচ্চিত্রটি দেখে দর্শকরা হতাশ হবেন না।” চলচ্চিত্রটির নির্মাতা সূত্রে জানা গেছে এরই মধ্যে চলচ্চিত্রটির ৬০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটির বাকি শুটিং এর কাজ এ মাসেই শুরু হবে। চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন নির্মাতা খিজির হায়াৎ খান ও হাসনাত পিয়াস। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন টাইগার রবি ও শাহরিয়ার সজিব।

Leave A Reply

Your email address will not be published.