প্রযোজকের বিব্রতকর প্রস্তাবের কথা ফাঁস করলেন অভিনেত্রী

0 ৬৩২

বিনোদন ডেস্ক: বলিউডে কাস্টিং কাউচ নিয়ে এবার মুখ খুললেন টেলি অভিনেত্রী মালহার রাঠৌর। সম্প্রতি মুম্বাইতে সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া একটি সাক্ষাত্‍কারে মালহার তার সাথে হওয়া সেই হেনস্থার কথা জানান। ক্যারিয়ারের শুরুতেই এমন একটি ঘটনায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি।

মালহার জানান, তখন তিনি বয়ঃসন্ধিতে। খুব ইচ্ছা ছবিতে অভিনয় করবেন। হঠাৎই একদিন ৬৫ বছর বয়সী এক নামী প্রযোজক তাকে ডেকে পাঠান।

তিনি বলেন, তার জন্যে দারুণ এক চরিত্র রয়েছে। আর তার পরেই আসে সেই প্রস্তাব… ‘টপটা তুলে দেখাও তো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কী করব বুঝে উঠতে পারছিলাম না।’

মালহার রাঠৌরের এই অভিজ্ঞতা আরও একবার প্রমাণ করে, ইন্ডাস্ট্রির পরিচিত ঘরানার উত্তরাধিকার না হলে অথবা কোনও গড ফাদার না থাকলে আজও নবাগতাদের নানা ধরনের কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়।

তবে কাস্টিং কাউচের সমস্যা শুধুমাত্র বলিউডেই নয়, #মিটু-র ফলায় বিদ্ধ হয়েছেন হলিউডের বহু বিখ্যাত ব্যক্তি। সিংহাসন হারাতে হয়েছে হার্ভে উইনস্টেইন অথবা কেভিন স্পেসির মতো ব্যক্তিদেরও।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com