ফিলিস্তিনিকে গুলি করায় ইসরাইলি সেনার প্রশংসায় মন্ত্রী

0 ৫৪৯

আন্তর্জাতিক ডেস্ক : একজন ইসরাইলি সৈন্য স্নাইপার দিয়ে একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ভিডিও প্রকাশিত হওয়ার পর ওই সৈন্যের প্রশংসা করেছেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান।
তিনি বলেন, ‘ওই সৈন্যকে পদক দেয়া উচিত এবং ফটোগ্রাফারের সামরিক আদালতে বিচার হওয়া উচিত’।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইসরাইলি সেনাবাহিনীকে ‘বিশ্বের সবচেয়ে ন্যায়পরায়ণ সেনাবাহিনী’হিসেবে দাবি করে তিনি বলেন, ফ্রন্টলাইনে মাঝেমধ্যে এ ধরনের ‘উত্তেজনা’হতেই পারে।
টুইটার এবং হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ফিলিস্তিনিকে গুলি করার সময় ইসরাইলি সেনারা যেসব কথা বলছিল তা স্পষ্ট শোনা যাচ্ছে। এ সময় ওই নিরস্ত্র ফিলিস্তিনি গাজার সীমান্ত বেড়ার কয়েক মিটার দূরে অবস্থান করছিলেন।
লিবারম্যানের বক্তব্যের পর ইসরাইলি বাহিনী জানায়, ২০১৭ সালের ২২ ডিসেম্বর গাজা উপত্যকার সীমান্তবর্তী কিসুফিম এলাকায় ওই ভিডিও ধারণ করা হয়েছে।
ভিডিও ফুটেজটিতে ইসরাইলি সেনা কমান্ডারকে বলতে শোনা যায়- ‘তোমার বন্দুকে কি গুলি আছে? তুমি কি তাকে নিশানা বানিয়েছ?’ এর কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরাইলি সেনারা একসঙ্গে উল্লাস প্রকাশ করে।  এ সময় একজন সেনাকে বলতে শোনা যায়, ‘দারুণ! সে তার মাথায় গুলি করেছে’।
যে ইহুদিবাদী সেনা এ ঘটনার ভিডিও ধারণ করছিল সে তখন বলে ওঠে, ‘আমি কিন্তু এ দৃশ্য ভিডিও করেছি’। এ সময় বাকি ইসরাইলি সেনাদেরকে শূন্যে লাফিয়ে উঠে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
পরে গুলিবিদ্ধ ওই ফিলিস্তিনিকে কয়েকজন ফিলিস্তিনি মিলে তুলে নিয়ে যায়। তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন তা জানা যায়নি। ইসরাইলি বাহিনীর দাবি, তারা ওই ফিলিস্তিনির পায়ে গুলি করেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে একাধিক ইসরাইলি সংসদ সদস্য ও মানবাধিকার গোষ্ঠী।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এই ভিডিওতে যা দেখা গেছে ইসরাইলি সেনাবাহিনী তাকে অভ্যাসে পরিণত করেছে এবং এটি কোনো ‘ব্যতিক্রমি ঘটনা’নয়। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com