প্লাবন শুভ, ফুলবাড়ী – দিনাজপুর প্রতিনিধি: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র ও তালিকাভুক্ত শিশুদের মাঝে খাতা বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী মাঠে আয়োজিত শীতবস্ত্র ও খাতা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মোজাফ্ফর হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম অফিসার যোসেফ মার্ডী, জুনিয়র প্রোগ্রাম অফিসার সোরলিন মিতু কোরাইয়া, ফাইন্যান্স অফিসার কমল জামবিল, গোকুল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি চিরঞ্জিত রায়, জিয়তগাঁও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তরিকুল ইসলাম, নবজাগরণ শিশু ফোরামের সভাপতি খাদিজা আক্তার প্রমুখ।
শেষে ইউনিয়নের ১৯৬ জন শীতার্ত শিশুর হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র তালিকাভুক্ত ৭৩৮ জন শিশুর হাতে ৩ হাজার ৫৩১টি বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।