বগুড়া পিডিবি’র ৪ উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসুচী পালিত

0 ১,৬৫৩

PIC PDB Bogra 30 august 2016শেরপুর(বগুড়া) প্রতিনিধিবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি)’র রাজশাহী ও রংপুর অঞ্চলকে কোম্পানীতে হস্তান্তরের প্রতিবাদে বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকা অব্যাহত বিভিন্ন কর্মসুচী অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা বিকেল পর্যন্ত পিডিবি’র পুরান বগুড়াস্থ দপ্তর চত্ত্বরে ৪ ঘন্টা অবস্থান, বিক্ষোভ ও সমাবেশ করেন বগুড়া অঞ্চলসহ বগুড়া সদর, শেরপুর, দুপচাচিয়া ও শিবগঞ্জ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
পিডিবি’র বগুড়া আঞ্চলিক হিসাব দপ্তরের উপ-পরিচালক গোলাম ফারুক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, মনিরুজ্জামান, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের বগুড়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপশ কুমার নিয়োগী, আবু তাহের, আবুল বাসার, বজলুর রশিদ, একেএম মহিউদ্দিন, আলতাফ হোসেন, আব্দুল আজিজ, শাহ সুলতান, মিজানুর রহমান, সাইদুল আলম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের শেরপুর শাখার সভাপতি আবুল হাশেম, আব্দুল আলীম, আব্দুল খালেক প্রমুখ। সমাবেশে বক্তারা পিডিবি’কে কোম্পানীকরণ বাতিলের দাবিসহ যেকোন মুল্যে কোম্পানী রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত এবং প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী সন্তানসহ রাজপথে আন্দোলনের হুমকীসহ ভবিষ্যতে বৃহত্তম কর্মসুচী ঘোষনা করবেন। তাছাড়া পিডিবি’কে কোম্পানীকরণ করায় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘ ১ মাস যাবত বিভিন্ন কর্মসুচী অব্যাহতভাবে পালন করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.