বার্সেলোনা ছাড়লেন মাসচেরানো

0 ৭৭৯

খেলাধুলা ডেস্ক : অবশেষে আট বছর পর বার্সেলোনা ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো। চাইনিজ সুপার লিগের ক্লাব হেবেই চায়না ফর্চুনে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

অবশ্য তার দল ছাড়ার বিষয়টি বেশ আগে থেকে শোনা যাচ্ছিল। লিভারপুল থেকে ২০১০ সালে বার্সায় যোগ দিয়েছিলেন মাসচেরানো। আগামী ২৬ জানুয়ারি ন্যু ক্যাম্প ছেড়ে যাবেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

এই মৌসুমে অবশ্য সেভাবে দেখা যায়নি তাকে। খেলেছেন মাত্র ১২টি ম্যাচে। তবে বৃহস্পতিবার কোপা দেল রেতে ভক্তদের কাছ থেকে বিদায় নেয়ার সুযোগ পাচ্ছেন মাসচেরানো।

কাতালান ক্লাবটির ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, দানি আলভেস ও ফিলিপ কোকুর পর চতুর্থ সর্বোচ্চ ৩৩৪টি ম্যাচ খেলেছেন মাসচেরানো। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৮টি শিরোপা।

বুধবার এক অনুষ্ঠানে মাসচেরানোকে বিদায় জানানোর কথা রয়েছে বার্সেলোনার। বৃহস্পতিবার ন্যু ক্যাম্প হতে যাওয়া কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে সমর্থকদের কাছ থেকে বিদায় নিবেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.