নতুন বছরে প্রথম কোটিপতি গায়ক ইমরান

0 ৭৭১

আলমগীর, বিনোদন : ইমরান ও রোতসী। ছবি- সংগৃহীতগেল বছর ১৫ মে থেকে নতুন মডেল রোতসীর ‘মন খারাপের দেশে’ ভেসে বেড়াচ্ছিলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল! অন্তর্জালে ভাইরাল হওয়া জনপ্রিয় এই গানটি নতুন বছরে এসে সবাইকে চমকে দিলো।
২৩ জানুয়ারি দুপুর নাগাদ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি অতিক্রম করেছে এক কোটি ভিউয়ের মাইলফলক।
ইমরান জানালেন, ২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত সব মিউজিক ভিডিওর মধ্যে এটাই প্রথম কোনও গান, যা এক কোটির ঘর অতিক্রম করলো।

তিনি বললেন, ‘বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার। আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা তো থাকছেই।’

এদিকে মাত্র ৮ মাসে ভিডিওটির ভিউ কোটির ঘর পেরুনো প্রসঙ্গে এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। ভাবতে ভালো লাগছে গত বছর প্রকাশিত অসংখ্য ভালো ও আলোচিত গানের ভিড়ে আমাদের এই গানটি এখন সবচেয়ে এগিয়ে আছে ইউটিউবে। শুদ্ধ বাংলা গান বিকাশের লক্ষ্যে এটা আমাদের চলার পথে উৎসাহ হয়ে থাকলো। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা সকল শ্রোতা-দর্শকদের প্রতি।’
গেল বছর ১৫ মে রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে বেশ ঘটা করে প্রকাশ পাওয়া ইমরানের গাওয়া এই গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু আর লিখেছেন শরীফ আল-দীন।
অন্যদিকে ইমরান ও রোতসীকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা

Leave A Reply

Your email address will not be published.