বিকিনিতে প্রিয়াঙ্কার সমুদ্রস্নান

0 ১,৪৫৫

বিনোদন ডেস্ক : আগামী ২৫ মে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার বেওয়াচ ছবি। হলিউড ছবিতে কেমন অভিনয় করলেন, কোন লুকে দেখা যাবে তাকে? তা নিয়ে প্রিয়াঙ্কার ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। এরই মধ্যে সামনে এল প্রিয়াঙ্কার বিকিনি ছবি। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজে একাধিক বিকিনি ছবি সামনে এসেছে। সেখানে নানা লুকে দেখা গেছে পিগি চপসকে। কেমন সেই ছবি? ছবিগুলো দেখার পর প্রিয়াঙ্কার ভক্তদের একাংশ বলতে শুরু করেছেন, এমন ছবি সচরাচর দেখা যায় না। খুব একটা বাড়িয়ে বলেননি তারা। কারণ যে ছবিগুলো সামনে এসেছে সেগুলি সত্যিই নজ়র কাড়ার মতো। প্রথমে দেখা যাচ্ছে বিকিনি পরিহিত একজনকে জড়িয়ে ধরেছেন প্রিয়াঙ্কা। বসে রয়েছেন বালুচরে। গল্প করছেন এক স্বল্পবসনার সঙ্গে। আর তারপর নিজেও প্রস্তুতি নিচ্ছেন গোসলের। মেটে রঙের ওভারকোর্ট খুলে নামছেন সমুদ্রে। পরের ছবিটি সমুদ্রে গোসলের। নীল রঙের অন্তর্বাস পরে নীল পানিতে গোসল করছেন তিনি। চোখে মানানসই চশমা। পিঠ বেয়ে ছড়িয়ে রয়েছে চুল। গোসল সেরে ফের উঠে আসছেন বিচে। গায়ে তখন আধখোলা ওভারকোট।

Leave A Reply

Your email address will not be published.