বিপিএলে শুরু থেকেই থাকবে ডিআরএস প্রযুক্তি
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি। পরে অবশ্য প্লে-অফের ম্যাচগুলো ছিল ডিআরএস প্রযুক্তি। দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে পেশাদারহীনতাকে নিয়ে বেশ প্রশ্নের মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের ডিআরএস না থাকায় ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে ভক্ত সমর্থকরাও বিসিবির সমালোচনা করেন। মাঠের খেলায়ও তৈরি হয় নানা বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় অনেক ক্রিকেটারকে। তবে আসন্ন বিপিএলের দশম আসরের শুরু থেকেই ডিআরএস থাকবে।
শনিবার (২৪ জুন) বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘গতবার গ্রুপ ম্যাচে ডিআরএস আনতে পারিনি। কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচে ছিল। এবার ডিআরএস কিন্তু কোনো প্রোডাকশন কোম্পানি বা বিপিএল গভর্নিং কাউন্সিল এদের কাছে নেই। বোর্ড সরাসরি ডিআরএস কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। চার বছরের জন্য তাদেরকে পাচ্ছি।’
সেপ্টেম্বরেই প্লেয়ার্স ড্রাফট করা হবে জানিয়ে এই বোর্ড পরিচালক বলেন, ‘যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে আমাদের খেলাটা শেষ করতে হবে। কারণ এর পরেই আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার ড্রাফটটা আমরা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের মধ্যে শেষ করে দিতে চাই। যাতে প্রত্যেকটা দল নিজেদের গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় পায়।’