ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুহম্মদ ইমরান

0 ৩০৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: প্রতিবেশি ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহম্মদ ইমরান। সোমবার (১১ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মুহম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করছেন। ইমরান ভারতে দায়িত্ব পালনরত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

১৯৮৬ সালের বিসিএস ক্যাডার ইমরান জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেন মুহম্মদ ইমরান। এছাড়া তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

২০০৮ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় তারিক এ করিমকে। তিনি দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ২০১৪ সাল পর্যন্ত। আওয়ামী লীগ পরে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে করিমের স্থলাভিষিক্ত হোন সৈয়দ মোয়াজ্জেম আলী।

Leave A Reply

Your email address will not be published.