মা-বাবার মৃত্যুর ৪ বছর পর সন্তানের জন্ম

0 ৭৪৪

স্বাস্থ্য অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মা-বাবার মৃত্যুর চার বছর পর জন্ম নিয়েছে একটি শিশু। ঘটনাটি ঘটেছে চীনে। ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই দম্পতি।
বিবিসি জানিয়েছে, তারা আইভিএফের মাধ্যমে সন্তান জন্ম দেবেন বলে কিছু ভ্রণ সংরক্ষণ করে রেখেছিলেন। দুর্ঘটনার পর ওই ভ্রুণ ব্যবহার করা যাবে কি না- এ নিয়ে আইনি লড়াই লড়তে হয়েছে নিহতদের পরিবারকে।
পরে লাওসের একজনের গর্ভ ভাড়া করে গত ডিসেম্বরে ওই ভ্রুণ দিয়ে সন্তান দেয়া হয়। সংবাদটি প্রথম প্রচার করে চীনা গণমাধ্যম বেইজিং নিউজ ফার্স্ট।
পত্রিকাটি জানায়, আগে এ ধরনের কোনো ঘটনার উদাহরণ না থাকায় গর্ভ ভাড়ার আগে বড় ধরনের আইনি লড়াই লড়তে হয়েছে তাদের।
নিহত দম্পতির ভ্রুণ একটি তরল নাইট্রোজেন ট্যাংকে মাইনাস ১৯৬ ডিগ্রি তাপমাত্রায় রাখা ছিল নানজিং হাসপাতালে। শেষ পর্যন্ত গর্ভ ভাড়া নিয়ে বাচ্চা উৎপাদনের অনুমতি পায় শিশু দাদা-দাদী। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.