রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকায় প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে পল্লীবিদ্যুতের ১০/১৪ এমভিএ একটি উপ-কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি -১ এর রাণীনগর জোনাল অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এনামুল প্রামানিকের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোড নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী তোহিজ্জুল ইসলাম, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্বিদন প্রাং, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু ও একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমূখ।
রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান জানান, উপ-কেন্দ্রটি উদ্বোধনের মাধ্যমে উপজেলার অর্ধ লক্ষাধীক গ্রাহক শুধু মাত্র মেইন লাইনে লোড শেডিং ছাড়া কাংখিত ভোল্টেজে নিরবিচ্ছিত বিদ্যুৎ সরবরাহ পাবে।