রামপালে বিদ্যুৎকেন্দ্র দেশ ও গণবিরোধী: খালেদা
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন দেশ ও গণবিরোধী সিদ্ধান্ত। জনমতকে উপেক্ষা করে দেশ ও জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দিচ্ছে এই স্বৈরাচারী সরকার।’
বুধবার বিকেল পৌনে ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেগম জিয়া।
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, বিদ্যুৎকেন্দ্র স্থাপনেরও বিকল্প আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকপ্ল নেই। কাজেই সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দেয়ার হঠকারী, অযৌক্তিক ও অলাভজনক রামপালের সকল কয়লা প্রকল্প বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
এ সময় গণবিরোধী এ প্রকল্প বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। বিস্তারিত আসছে…
ব্রেকিংনিউজ