রামপাল ইস্যু: সরকারের ওপর নির্ভর বিএনপির আন্দোলন

0 ১,০৬৩

10826_ফখরুলবিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : রামপাল ইস্যুতে বিএনপি মাঠে নেমে আন্দোলন করবে কী না, তা সরকারের আচরণের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিএনপি ইতোমধ্যে রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারের উচিত রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন থেকে সরে যাওয়া। এখন দেখার বিষয় সরকার এ আহ্বানকে কিভাবে গ্রহণ করে। তাই সরকারের আচরণের ওপর বিএনপির আচরণ নির্ভর করবে।’
বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন।
বিএনপি মহাসচিব বলেন, ‘রামপাল ইস্যুতে বাম রাজনৈতিক দলগুলোর চলমান আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। বিএনপি সমর্থন করছে।’
রামপালকে কেন্দ্র করে বিএনপি কোনো ইস্যু তৈরি করছে কী না প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের কাজই হচ্ছে যেকোনো ইস্যুকে ডাইভার্ট করে জনদৃষ্টিকে সরিয়ে নেয়া। তাছাড়া আওয়ামী লীগ এতো ইস্যু তৈরি করেছে যে বিএনপিকে নতুন করে কোনো ইস্যু তৈরির প্রয়োজন পড়ে না।’
তিনি বলেন, ‘বিএনপি জাতীয় স্বার্থে রাজনীতি করে। নিজেদের মূল্যবোধ ও আর্দশে বিশ্বাসী। ফলে কে কী বললো তা বিবেচনায় নেয়া বিএনপির মুখ্য বিষয় নয়।’
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাৎ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.