রাশিয়ান সামরিক বিমান ভেঙে পড়ার পিছনে কোনও জঙ্গিযোগ নেই
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বিমান ভেঙে পড়ার পিছনে কোনও জঙ্গি যোগ নেই। বিমান ভেঙে পড়ার সবদিক খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোকোলোভ। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলেই এই বিমান ভেঙে পড়তে পারে বলে মনে করছেন ম্যাক্সিম। একই সঙ্গে তিনি বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কারিগরি কমিটির তদন্তই কেবল বিমান বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ নির্ধারণ করতে পারবে বলে জানান।
সোচির কাছে সাগরে বিধ্বস্ত বিমানটি উদ্ধারের জন্য সাড়ে তিন হাজার মানুষ তিন শিফটে দিনরাত কাজ করে চলেছে। রুশ সামরিক বিমানটি রবিবার কৃষ্ণ সাগরে ভেঙে পড়ে। উপকূলীয় শহর সোচির একটি বিমানবন্দর থেকে ওড়ার অল্পকিছুক্ষণই পরই বিমানের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমান যাত্রীদের মধ্যে সামরিক ব্যক্তিত্ব ও খ্যাতনামা রুশ সামরিক ব্যান্ডদলের সঙ্গীতশিল্পীরা ছিলেন।